ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার জন্য ইয়েমেনের প্রশংসা করল ইরান
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেনের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেনের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের কারণে যখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তখন ইয়েমেনের সামরিক বাহিনী ও হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়েছে।
ফিলিস্তিনিদের প্রতি এই সমর্থন জানানোর কারণে ইরানের পক্ষ থেকে ইয়েমেনকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমির আবদুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) তেহরানে ইয়েমেনি দূতাবাসে যান। সেখানে ইয়েমেনের রাষ্ট্রদূত ইবরাহিম মুহাম্মাদ আল-দায়লামির সঙ্গে তিনি বৈঠকে বলেন, “গাজা ও পশ্চিম তীরের মানুষের জন্য ইয়েমেনের সমর্থন ছিল অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”
গত ৭ অক্টোবর গাজায় উপত্যকার ওপর ইসরাইল ইতিহাসের বর্বরতম আগ্রাসন শুরু করে। এর প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী কয়েক দফা ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, লোহিত সাগর থেকে ইসরাইলের অন্তত তিনটি জাহাজ আটক করে। এছাড়া, মার্কিন স্বার্থে অন্তত দুই দফা হামলা চালিয়েছে।#
পার্সটুডে
.