ফিলিস্তিনিদের প্রতি ইরানি সমর্থন প্রকাশ্য, এটা অব্যাহত থাকবে: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপ-প্রধান জেনারেল আলী ফাদাভি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রকাশ্য এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপ-প্রধান জেনারেল আলী ফাদাভি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রকাশ্য এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আজ (সোমবার) তেহরানে 'আল আকসা তুফান ও গাজা' শীর্ষক সেমিনারে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, বিশ্বের কোথাও দখলবাজি ও আগ্রাসনকে স্বাগত জানানো হয় না। গত ছয় মাসে ইহুদিবাদীরা পবিত্র আল আকসা মসজিদকে বহু বার অপমান ও অবমাননা করেছে।
আলী ফাদাভি বলেন, ইহুদিবাদী ইসরাইল এক সময় নিজেদের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সর্ববৃহৎ বাহিনী বলে দাবি করত। কিন্তু আমরা সবাই দেখেছি মাত্র কয়েক ঘণ্টায় তাদের ওপর কী ধরণের বিপর্যয় নেমে এসেছিল এবং প্রতিরোধ যোদ্ধারা কীভাবে ইসরাইলের জেনারেল ও সেনাদেরকে বন্দী করেছে। এর মধ্যদিয়ে ইসরাইলের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গেছে।
আইআরজিসি'র উপ-প্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং তা ক্রমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
ফাদাভি বলেন, আল আকসা তুফান অভিযানের ব্যাপক কৌশলগত প্রভাব রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা আগাম পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে এর প্রভাব আরও স্পষ্ট হবে।#
পার্সটুডে
.