• May 22 2024 - 17:18
  • 19
  • : Less than one minute

প্রেসিডেন্ট রায়িসির প্রতি সম্মান জানিয়ে জাতিংঘ সদর দপ্তরের পতাকা অর্ধনমিত

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘর সদরদপ্তরে এই সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘর সদরদপ্তরে এই সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের একটি অনুষ্ঠানের পর এই বিশ্ব সংস্থার পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এবং তার ডেপুটি জাহরা এরশাদি উপস্থিত ছিলেন।

এর আগের দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের প্রেসিডেন্টের শাহাদাতে শোক ও সমবেদনা জানিয়ে ইরানের সরকার ও জনগণের উদ্দেশে একটি বার্তা পাঠান।

সেইসঙ্গে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে এক মিনিটি নীরবতা পালন করা হয়। নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্যদেশের পক্ষ থেকে রাশিয়া, চীন ও আলজেরিয়া নীরবতা পালনের আহ্বান জানিয়েছিল।

জাতিসংঘের জেনেভা দপ্তরেও মঙ্গলবার সংস্থাটির পতাকা অর্ধনমিত রাখা হয়। জেনেভা দপ্তরে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির পতাকাও মঙ্গলবার অর্ধনমিত থাকে।

রোববার ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় রায়িসি ও আমির-আব্দুল্লাহিয়ান ছাড়াও ওই প্রদেশের দুজন শীর্ষ কর্মকর্তা শহীদ হন। সেইসঙ্গে প্রাণ হারান প্রেসিডেন্টের দু’জন দেহরক্ষী, দু’জন পাইলট এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার। পার্সটুডে/

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: