প্রেসিডেন্ট রায়িসির ওমান সফর: ১২ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে।
ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে।গতকাল (সোমবার) ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির একদিনের মাস্কাট সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
জ্বালানী, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দু’দেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদ উপস্থিত ছিলেন।
এর আগে ওমানের সুলতান তার আল আলম প্রাসাদে ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং প্রেসিডেন্ট রায়িসি ও সুলতান হাইসামকে গার্ড অব অনার প্রদান করা হয়। ইরানের প্রেসিডেন্ট ও তার শক্তিশালী সফরসঙ্গীকে সম্মান জানানোর জন্য ২১ বার তোপধ্বনি করা হয়।প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার একদিনের ওমান সফর শেষে সোমবার রাতেই তেহরানে ফিরে এসেছেন।
গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রায়িসি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার সরকারের অগ্রাধিকার-ভিত্তিক কাজ বলে ঘোষণা করেন। তার সরকারের ওই নীতির অংশ হিসেবে এরইমধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ইরানের শুল্ক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বিগত ফার্সি বছরে ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যিক লেনদেন ১৩৩ কোটি ৬০ লাখ ডলারে উন্নীত হয়েছে যা তার আগের বছরের তুলনায় শতকরা ৫৩ ভাগ বেশি। সূত্র: পার্সটুডে
.