প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া
মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির সাংস্কৃতিক অঙ্গনে।
মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির সাংস্কৃতিক অঙ্গনে।পৃথক পৃথক বার্তায় ইরানের সাংস্কৃতিক কর্মকর্তারা গভীর শোক জানিয়েছেন।
সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রী মোহাম্মদ-মেহেদি ইসমাইলি মর্মান্তিক এই ঘটনায় ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, ইরানের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, “অষ্টম ইমামের জন্মবার্ষিকীতে ইরানের মহান সেবক, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সম্মানিত সঙ্গীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তারা এই মহান জাতির জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন।’’
ইসমাইলি বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসির কাছ থেকে আমার শেখার সুযোগ হয়েছে এবং আন্তরিকভাবে সহযোগিতা করার সম্মান পেয়েছি। আমি তার বাস্তব ও তাত্ত্বিক প্রচেষ্টা এবং ইরানের প্রিয় জনগণের প্রতি আন্তরিক সেবা প্রত্যক্ষ করেছি। কর্মে সততা, কথায় সততা, পরিকল্পনায় প্রজ্ঞা এবং প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের প্রতি দায়বদ্ধতা আয়াতুল্লাহ রাইসির অনুকরণীয় চরিত্রের কয়েকটি উল্লেখযোগ্য গুণ। তার অনুপস্থিতি সকল আলোকিত চিন্তাবিদ এবং ন্যায়বিচারের প্রবক্তারা গভীরভাবে অনুভব করেছেন।
অন্য এক বার্তায় ইরানের ইসলামিক সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার (আইসিআরও) প্রধান মোহাম্মদ-মেহদি ইমানিপুর প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের শাহাদাতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “নিষ্ঠাবান ও পরিশ্রমী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সম্মানিত সঙ্গীদের মৃত্যুর খবর আমাদের কাছে পৌঁছেছে। আমরা অবর্ণনীয় দুঃখ ও শোক জানাচ্ছি। তিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, তাঁর শেষ মুহূর্ত পর্যন্ত এই মহৎ মিশনে অবিচল ছিলেন।
ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের পরিচালক আলিরেজা মোক্তারপুর তার বার্তায় বলেছেন, “আমি আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি এবং তার সম্মানিত সঙ্গীদের মৃত্যুতে ইরানের সমগ্র বিশ্বস্ত জনগণ এবং বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, গ্রাফিক ডিজাইনার, গায়ক, লেখক এবং টিভি উপস্থাপক সহ বিভিন্ন মিডিয়ার শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সূত্র: তেহরান টাইমস