• Jan 10 2024 - 09:41
  • 54
  • : Less than one minute

প্রযুক্তিগত সহযোগিতা বিকাশে ইরান-উজবেকিস্তান

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির উপ-রাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উজবেক ডেপুটি ফজলিদ্দিন মুমিনভ দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বিকাশের আহ্বান জানিয়েছেন।

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির উপ-রাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উজবেক ডেপুটি ফজলিদ্দিন মুমিনভ দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বিকাশের আহ্বান জানিয়েছেন।

শনিবার ইরানের রাজধানী তেহরানে মুমিনভ এবং তার সফরসঙ্গীদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন রুহুল্লাহ দেহকানি ফিরোজাবাদি।

তেহরান এবং তাসখন্দের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলির কথা উল্লেখ করে দেহকানি ফিরোজাবাদী বলেন, দুই দেশের মধ্যে গভীর-মূল সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যা দুই পক্ষের মধ্যে সহযোগিতা সহজতর করতে সাহায্য করে।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান উজবেকিস্তানের সাথে শুধু অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না বরং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নের লক্ষ্য রাখে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: