• Apr 26 2023 - 06:11
  • 61
  • : Less than one minute

প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ৯০ ভাগ স্বয়ংসম্পূর্ণ ইরান

ইরানের সেনাবাহিনী বর্তমানে প্রতিরক্ষা শিল্পে ৯০ শতাংশ স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার।

ইরানের সেনাবাহিনী বর্তমানে প্রতিরক্ষা শিল্পে ৯০ শতাংশ স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে বলে জানিয়েছেন
দেশটির সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার।মঙ্গলবার ইরানের সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের ফাঁকে রিয়ার অ্যাডমিরাল সাইয়েরি এ মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে, বিশেষ করে পবিত্র প্রতিরক্ষার পর সামরিক সরঞ্জামে বড় পরিবর্তন আনা হয়েছে। আজকের সেনা কুচকাওয়াজে যে সমস্ত সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে তা উন্নত প্রযুক্তিতে দেশীয়ভাবে তৈরি।

তিনি আরও বলেন, চার বছর আগে পর্যন্ত সেনাবাহিনীতে কোনো ড্রোন ছিল না। আজকে ড্রোনের ক্ষেত্রে সেনাবাহিনীর যথেষ্ট শক্তি রয়েছে এবং ড্রোন সম্পর্কে আরও খবর আসবে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: