প্রতিবেশীদের কাছে প্রযুক্তিগত-প্রকৌশল পরিষেবা রপ্তানি বাড়িয়েছে ইরান
বিদ্যুৎ শিল্প থেকে প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ইরান পাওয়ার প্ল্যান্ট মেরামত কোম্পানির (আইপিপিআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি।
বিদ্যুৎ শিল্প থেকে প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ইরান পাওয়ার প্ল্যান্ট মেরামত কোম্পানির (আইপিপিআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি।তিনি জানান, ইরানের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ইরাকের মসুল পাওয়ার প্ল্যান্টের গ্যাস-ইউনিট টারবাইনের আর.আই অপারেশন সফলভাবে শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। মোরাদি আরও বলেন, তার কোম্পানি বিদ্যুতের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলিতে প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা রপ্তানির দিকে মনোনিবেশ করেছে।
প্রতিবেশী ইরাকের টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে লাভজনক ইরাকি বাজারে সক্রিয় উপস্থিতি থাকাকে কোম্পানির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহর নিউজ