পূর্ব ইরানে প্রধান বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু
ইরানের পূর্বাঞ্চলে ৫০-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাসম্পন্ন একটি বড় বায়ু বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে।
ইরানের পূর্বাঞ্চলে ৫০-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাসম্পন্ন একটি বড় বায়ু বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন। মিল নাদের পাওয়ার প্ল্যান্টটি বিশটি ২.৫-মেগাওয়াট টারবাইন দিয়ে সুসজ্জিত।
জ্বালানি মন্ত্রী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচেস্তান সফরকালে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন। ৫০-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মিল নাদের উইন্ড ফার্ম টাইপ-২ বিশটি ২.৫ মেগাওয়াট বায়ু টারবাইন দিয়ে সজ্জিত। ২০২০ সালে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। সিস্তান-বেলুচেস্তান প্রদেশের জাবোলের উত্তর-পশ্চিমে নিমরুজ কাউন্টিতে প্রায় ১০০০ হেক্টর জায়গার উপর মিল নাদের উইন্ড ফার্ম অবস্থিত। তেহরান টাইমস।