পানি প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ চারে ইরান
২০২২ সালে পানি প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ হিসেবে স্থান পেয়েছে ইরান।
২০২২ সালে পানি প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ হিসেবে স্থান পেয়েছে ইরান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির কর্মকর্তা মোহাম্মদ হেম্মত একথা বলেছেন।তিনি বলেন, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভাইস প্রেসিডেন্সি এই ক্ষেত্রে দেশের অবস্থানকে তৃতীয় শীর্ষ দেশে অগ্রসর করতে চায়। খবর ইরনার।
তিনি জানান, ২০২১ সালে দেশটি মর্যাদাপূর্ণ র্যাঙ্কিং সাইট এসসিআইমাগোতে বিশ্বে ষষ্ঠ স্থানে ছিল। ‘বর্তমানে ঘোষিত র্যাঙ্কিং অনুযায়ী চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত- মাত্র তিনটি দেশ ইরানের চেয়ে উপরে আছে এবং সব ইউরোপীয় দেশ এই বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের চেয়ে নিচের অবস্থানে রয়েছে।
গত ২৫ বছরে ইরান ইংল্যান্ড, জার্মানি, কানাডা, ফ্রান্স, রাশিয়া, জাপান, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে এবং অন্যান্য অনেক দেশকে ছাড়িয়ে গেছে’ জানান মোহাম্মদ হেম্মত। সূত্র: তেহরান টাইমস।
.