• Jul 2 2023 - 12:17
  • 55
  • : Less than one minute

পাচার করা প্রাচীন নিদর্শন ইরানকে ফেরত দিলো যুক্তরাজ্য

লন্ডন পাচার হওয়া তৃতীয় শতাব্দীর একটি পাথরের ত্রাণ ভাস্কর্য ফিরিয়ে দিয়েছে তেহরানকে।

লন্ডন পাচার হওয়া তৃতীয় শতাব্দীর একটি পাথরের ত্রাণ ভাস্কর্য ফিরিয়ে দিয়েছে তেহরানকে। ইরানের একটি পাহাড় খুঁড়ে প্রাচীন শিল্পকর্মটি উদ্ধার করা হয়। অতঃপর সেটি দেশ থেকে পাচার করা হয়। যুক্তরাজ্যে ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্স জানিয়েছেন, লন্ডনে ইরানি দূতাবাসে ভাস্কর্যটি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে মেহেদি হোসেইনি মতিন বলেন, সাসানি সাম্রাজ্যের (২২৪-৬৫১ খ্রিস্টাব্দ) সময়কালের প্রাচীন ভাস্কর্যটি ব্রিটিশ জাদুঘরে তিন মাস প্রদর্শিত হওয়ার পর ইরানি দূতাবাসকে বুঝিয়ে দেওয়া হয়।

টুইটারে হোসেইনি মতিন লিখেছেন, ‘‘সাসানি সৈন্যের মূর্তিটি ব্রিটেনে পাচার করা হয়। ইরানের মালিকানা প্রমাণিত হওয়ার পরে তিন মাসের জন্য ব্রিটিশ মিউজিয়ামে অস্থায়ীভাবে এটি প্রদর্শন করা হয়। আজ, মূল্যবান প্রাচীন শিল্পকর্মটি আনুষ্ঠানিকভাবে লন্ডনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, শীঘ্রই প্রিয় জন্মভূমিতে পাঠানো হবে।”

উল্লেখ্য, ব্রিটিশ সীমান্ত পুলিশ লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে ২০১৬ সালের জানুয়ারিতে প্রাচীন গুপ্তধনটি জব্দ করে। সূত্র: মেরহ নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: