• Oct 26 2025 - 06:19
  • 6
  • : Less than one minute

পাকিস্তানে এশিয়া হেল্থ মেলায় ইরানের সক্রিয় অংশগ্রহণ, চিকিৎসা প্রযুক্তি প্রদর্শন

পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বাস্থ্য মেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বাস্থ্য মেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ২২তম এশিয়া হেলথ ইন্টারন্যাশনাল এক্সিবিশন বৃহস্পতিবার পাকিস্তানের অর্থনৈতিক শহর করাচিতে উদ্বোধন করা হয়।

পার্সটুডে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ মুস্তফা কামাল, করাচিতে ইরানের কনসাল জেনারেল আকবার ঈসাজাদে, প্রাদেশিক সরকারের কর্মকর্তারা এবং রাশিয়া, হাঙ্গেরি ও তুরস্কসহ ১০টি দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।

করাচির এই আন্তর্জাতিক স্বাস্থ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ইরানি কোম্পানিগুলো বন্ধ্যাত্ব চিকিৎসা, চিকিৎসা কিট ও মেডিকেল সরঞ্জাম, ল্যাপারোস্কপি প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের বিভিন্ন সাফল্য প্রদর্শন করেছে। তারা ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে অর্জিত সক্ষমতা সম্পর্কেও বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে।

প্রদর্শনীর ফাঁকে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের ফেডারেল উপ-স্বাস্থ্যমন্ত্রী ও পাকিস্তান খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মোহাম্মদ উবাইদুল্লাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় দুই দেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার ও পাকিস্তানে ইরানি স্বাস্থ্য কোম্পানিগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করে।

ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানে ইরানে দূতাবাসে নিযুক্ত বাণিজ্য বিষয়ক কর্মকর্তা মোরাদ নেমাতি জারগারান। তিনিও উবাইদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।

২২তম “হেলথ এশিয়া” আন্তর্জাতিক স্বাস্থ্য প্রদর্শনী আজ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: