পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারকে স্বাগত জানায় ইরান: কানয়ানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরান এ অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারকে স্বাগত জানায় এবং সমর্থন করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরান এ অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারকে স্বাগত জানায় এবং সমর্থন করে।
বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে নাসের কানয়ানি আজ (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে কোনো কোনো পশ্চিমা দেশের অভিযোগ প্রত্যাখ্যান করে ওই মন্তব্য করেনে। তিনি এ অঞ্চলে মার্কিন সেনা হত্যায় ইরানের হাত থাকার অভিযোগ নাকচ করে দিয়ে আরও বলেন: ইরান গাজা সংকটের শুরু থেকেই বারবার যুদ্ধ বিস্তারের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে এসেছে। বিশেষ করে ইসরাইলের অপরাধযজ্ঞে আমেরিকার সার্বিক সহায়তার ভয়াবহ পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমেরিকা সরাসরি সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনায় এ অঞ্চলে অস্থিতিশীলতা আরও বেড়ে গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: আমরা মনে করি গাজায় যুদ্ধ চাপিয়ে দেওয়া সমস্যা সমাধানের উপায় নয়। জরুরি যুদ্ধবিরতিই পারে সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। তিনি বলেন প্রতিরোধ গোষ্ঠিগুলো তাদের কর্মকাণ্ডে ইরানের কাছ থেকে অনুমতি গ্রহণ করে না। ফিলিস্তিনিদের সমর্থনে কিংবা তাদের সুরক্ষায় নেওয়া প্রতিরোধ গোষ্ঠিগুলোর সিদ্ধান্তেও ইরান কোনোরকম হস্তক্ষেপ করে না।
কানয়ানি আরও বলেন: ইরানের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি করার মধ্যে তাদেরই স্বার্থ রয়েছে যারা এ অঞ্চলে নিজেদের সমস্যাগুলো ঢেকে রাখার লক্ষ্যে আমেরিকাকে টেনে আনতে চায়।#
পার্সটুডে