• Nov 13 2022 - 12:15
  • 98
  • : Less than one minute

পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য পশ্চিম আজারবাইজান

মৌসুমী এবং স্থায়ী জলাভূমি, হ্রদ, বাঁধ এবং নদী সহ ৭০টিরও বেশি জলাশয় থাকায় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ পথ হয়ে উঠেছে।

মৌসুমী এবং স্থায়ী জলাভূমি, হ্রদ, বাঁধ এবং নদী সহ ৭০টিরও বেশি জলাশয় থাকায় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ পথ হয়ে উঠেছে। প্রতিবছর শীতের আগমনে এখানে এসে ডানা মেলে লাখ লাখ অভিবাসী পাখি। রঙ-বেরঙের পাখির কোলাহলে সরব হয়ে ওঠে জলাশয়গুলি।পশ্চিম আজারবাইজান দেশের পরিযায়ী পাখিদের জন্য শীর্ষ তিনটি গন্তব্যের মধ্যে একটি। উত্তরে মাজানদারান ও গোলেস্তান এবং দক্ষিণে খুজেস্তানেও পরিযায়ী পাখিদের মেলা বসে।
৪৫টি মৌসুমী ও স্থায়ী জলাভূমি এবং ১৪টি গুরুত্বপূর্ণ বাঁধ থাকায় পশ্চিম আজারবাইজান দেশীয় এবং পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ প্রদেশে পরিণত হয়েছে। পরিযায়ী পাখিদের মধ্যে রয়েছে, গ্রেল্যাগ হংস, বৃহত্তর সাদা-ফ্রন্টেড হংস, কম সাদা-ফ্রন্টেড হংস, লাল-ব্রেস্টেড হংস, হাঁস, রাজহাঁস, পেলিকান
প্রতি বছর ৩ লাখ পরিযায়ী পাখি শরৎ মৌসুমের শুরুতে এই প্রদেশে শীতকাল কাটায়। প্রাদেশিক পরিবেশ বিভাগের প্রধান সাইদ শাহন্দ রোববার আইআরএনএকে এই তথ্য জানিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: