• Jun 12 2023 - 11:28
  • 65
  • : Less than one minute

পরমাণু ক্ষেত্রে নানা অর্জন ইরানিদের জীবনে পরিবর্তন আনবে: কামালভান্দি

ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু ক্ষেত্রে যেসব সাফল্য অর্জিত হয়েছে তা ইরানিদের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু ক্ষেত্রে যেসব সাফল্য অর্জিত হয়েছে তা ইরানিদের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

আজ সকালে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে পারমাণবিক শিল্পপণ্যের মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী । দেড় ঘণ্টা ধরে তিনি এই শিল্পের নানা সাফল্য ও অর্জন ঘুরে দেখেন।

সর্বোচ্চ নেতার মেলা পরিদর্শন সম্পর্কে কামালভান্দি বলেছেন, সর্বোচ্চ নেতা এই প্রদর্শনী পরিদর্শনের সময় বলেছেন এসব অর্জন সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। তাদেরকে জানাতে হবে এর ফলে তারা কীভাবে উপকৃত হচ্ছে।

এই মুখপাত্র বলেন- চিকিৎসা, ওষুধ, খাদ্য, কৃষি, জ্বালানি ও পানিসহ নানা ক্ষেত্রে পরমাণু বিজ্ঞানীরা ব্যাপক সাফল্য অর্জন করেছেন। মেলায় সেগুলো তুলে ধরা হয়েছে। এগুলো মানুষের জীবনে সরাসরি ব্যাপক প্রভাব ফেলছে এবং ইরানিদের জীবন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: