পবিত্র ঈদুল আজহায় মুসলিম নেতাদেরকে রায়িসির শুভেচ্ছা
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলিম নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার সব মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে রায়িসির এ বার্তা পাঠানো হয়।
বাংলাদেশ ও ভারতের মতো ইরানেও আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট রায়িসি ঈদুল আজহাকে আল্লাহর পথে দুনিয়াবি বাসনা ত্যাগ করার এবং খাঁটি বিশ্বাস ও এক আল্লাহর আনুগত্য প্রকাশের ঈদ হিসেবে উল্লেখ করেন।
বিশ্বের সব মুসলমান এই ঈদের বরকতে পার্থিব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জান-মাল কুরবানি করার ঐকান্তিক ইচ্ছা প্রদর্শন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, প্রত্যেক মুসলমান আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগকে কাজে লাগাবে বলে তিনি আশা করছেন।
সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া ও ইরাকসহ বেশিরভাগ আরব দেশে বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আফগানিস্তানেও বুধবার ঈদ উদযাপন করা হয়েছে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।#
পার্সটুডে
.