• Nov 26 2024 - 09:15
  • 26
  • : Less than one minute

ন্যানোটেকনোলজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে ইরানি দল

দ্বিতীয় আন্তর্জাতিক ন্যানোটেকনোলজি অলিম্পিয়াডে (আইএনও ২০২৪) স্বর্ণপদক জিতেছে ইরানি দল।

দ্বিতীয় আন্তর্জাতিক ন্যানোটেকনোলজি অলিম্পিয়াডে (আইএনও ২০২৪) স্বর্ণপদক জিতেছে ইরানি দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ইরানের প্রতিনিধিত্ব করে ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি।

আইএনও-২০২৪ এ ইরানি দল থাইল্যান্ড, হংকং, তাইওয়ান এবং মালয়েশিয়ার অংশগ্রহণকারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান লাভ করে।

ধাতুবিদ্যা প্রকৌশল ছাত্র পিএইচ.ডি. গবেষক হামিদ-রেজা কোরবানি এবং ধাতুবিদ্যা প্রকৌশলের বি.এস ছাত্র নিমা দেহকান সূর্যের আলো ব্যবহার করে পরিচ্ছন্ন হাইড্রোজেন জ্বালানি তৈরির একটি প্রকল্প উপস্থাপন করেন। খবর ইরনার। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: