• May 8 2022 - 13:49
  • 88
  • : Less than one minute

ন্যানো প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ পাঁচে ইরান

ন্যানোপ্রযুক্তিতে বিশ্বের অগ্রগামী ৫টি দেশের মধ্যে রয়েছে ইরান।

ন্যানোপ্রযুক্তিতে বিশ্বের অগ্রগামী ৫টি দেশের মধ্যে রয়েছে ইরান। রবিবার এক বিবৃতিতে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি এই তথ্য জানায়।ভাইস প্রেসিডেন্সির তথ্যমতে, ন্যানোসায়েন্স উৎপাদনের ক্ষেত্রে ইরানের অবস্থান রয়েছে শীর্ষ ৫টি দেশের মধ্যে। ন্যানো প্রযুক্তি এবং উদ্ভাবন বাস্তুতন্ত্র গঠনে ইরানের এটি একটি উল্লেখযোগ্য অর্জন। আন্তর্জাতিক একটি গবেষণায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আন্তর্জাতিক গবেষণাটি “প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে নজর” শিরোনামে প্রকাশ করা হয়। এতে নতুন সূচক অনুসারে দেশ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলির তুলনা করা হয়।ভাইস-প্রেসিডেন্সি আরও জানায়, ইরান কেবল ন্যানোসায়েন্স উৎপাদনের পরিমাণের দিক থেকে নয়, বৈজ্ঞানিক সাফল্যের মানের দিক থেকেও একটি শীর্ষস্থানীয় দেশ। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: