• Jun 6 2022 - 15:18
  • 127
  • : Less than one minute

ন্যানো প্রযুক্তিতে ইরানের সাফল্য

ন্যানো প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ পাঁচে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ন্যানো প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ  পাঁচে  রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ন্যানোসায়েন্স উৎপাদনে বিশ্বের দেশগুলোর অর্জনের ওপর নতুন একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই চিত্র দেখা গেছে।ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি বলেছেন, গবেষণাটিতে একটি নতুন সূচকের ভিত্তিতে দেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনা করা হয়। এতে প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলোতে নজর দেওয়া হয়।তিনি বলেন, গবেষণার উপর ভিত্তি করে ইরান কেবল ন্যানোসায়েন্স উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষ  পাঁচেই নয়, বরং চারটি উন্নত রাষ্ট্রের সাথে বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে উদীয়মান এবং সবচেয়ে উন্নত ক্ষেত্রগুলোতে সর্বোচ্চ স্তরের নজর দিয়েছে।ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের (আইএনআইসি) সেক্রেটারি সাইদ সরকার জানান, ২০২১ সালে দেশটি ৪৯টি দেশে ন্যানো প্রযুক্তি পণ্য রপ্তানি করে। বর্তমানে ইরানে ৭২৫ ধরনের ন্যানো প্রযুক্তি পণ্য তৈরি করা হয় এবং বাজারজাত করা হয়। চীন, ভারত, ইন্দোনেশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরাক ইরানের ন্যানো প্রযুক্তি পণ্য ও সরঞ্জাম আমদানি করে। সূত্র: ফার্স নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: