নিষেধাজ্ঞার মধ্যেও বেসরকারি খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের বেসরকারি খাতে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের বেসরকারি খাতে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। কারণ এই উন্নয়ন-অগ্রগতি ও প্রবৃদ্ধি এবং এই খাতে যেসব কাজ হয়েছে তার সবই হয়েছে নিষেধাজ্ঞার মধ্যে।
আজ (মঙ্গলবার) ইরানের উৎপাদন খাতে সক্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বেসরকারি খাতের এই চেষ্টা-প্রচেষ্টা আশাব্যঞ্জক এবং এই খাত পাঁচসালা পরিকল্পনার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্থাৎ জাতীয় প্রবৃদ্ধি ৮ শতাংশে পৌঁছে দিতে সক্ষম।
তিনি আরও বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বিষয়ক যে প্রদর্শনীটি গতকাল পরিদর্শন করেছি তা ছিল অত্যন্ত উদ্দীপনা-দায়ক এবং বিশেষভাবে লক্ষণীয়। আমার মনে হয় আমরা এই প্রদর্শনীকে ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্তৃত্ব ও সাফল্যের উদাহরণ হিসাবে উপস্থাপন করতে পারি।#
পার্সটুডে