নিষেধাজ্ঞা সত্বেও সর্বোচ্চ তেল-পেট্রো পণ্য রপ্তানির রেকর্ড ইরানের
ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, তার দেশ ২০১৭ সালের পর তেল, গ্যাস কনডেনসেট এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির সর্বোচ্চ রেকর্ড করেছে।
ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, তার দেশ ২০১৭ সালের পর তেল, গ্যাস কনডেনসেট এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির সর্বোচ্চ রেকর্ড করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল শিল্পের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর এই রেকর্ড গড়লো দেশটি। অষ্টম ইরানি ক্যালেন্ডার মাস (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর) আবানে এমন চিত্র দেখা গেছে। খবর শানার।
মঙ্গলবার তেল শিল্পের কর্মচারীদের এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইরানের তেল শিল্প এখন অর্থনৈতিক যুদ্ধের অগ্রভাগে রয়েছে এবং এই শিল্পের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চাপ সত্ত্বেও শিল্পটি উন্নতি লাভ করেছে।
ইরান গত বছর থেকে তেল উৎপাদন ও রপ্তানি বাড়াচ্ছে। কারণ দেশটি মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে নতুন কৌশল বাস্তবায়ন করছে।
সরকারি পরিসংখ্যান মতে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলের আয় বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আট গুণ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।
.