• Mar 31 2022 - 15:01
  • 77
  • : Less than one minute

নিষেধাজ্ঞা সত্ত্বেও জৈবপ্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি ইরানের

জাতিসংঘে ইরানের ডেপুটি রাষ্ট্রদূত জাহরা এরশাদি বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় নিষেধাজ্ঞা এবং জবরদস্তিমূলক পদক্ষেপ সত্ত্বেও জৈবপ্রযুক্তি এবং স্টেম সেল শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

জাতিসংঘে ইরানের ডেপুটি রাষ্ট্রদূত জাহরা এরশাদি বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় নিষেধাজ্ঞা এবং জবরদস্তিমূলক পদক্ষেপ সত্ত্বেও জৈবপ্রযুক্তি এবং স্টেম সেল শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মঙ্গলবার বৈশ্বিক স্বাস্থ্য ও পররাষ্ট্রনীতি বিষয়ক ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এই কথা বলেন। খবর আইআরআইবির।ইরানি দূত বলেন, ‘আজ আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে, ইরান এমন কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা করোনভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে।’এরশাদি মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপকে দেশের স্বাস্থ্য এবং ওষুধের প্রাপ্তির অধিকারের জন্য “গুরুতর হুমকি” হিসেবে উল্লেখ করে নিষেধাজ্ঞার নিন্দা করেন। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: