• Jun 5 2024 - 17:34
  • 23
  • : Less than one minute

নিষেধাজ্ঞা মোকাবেলায় বিমান শিল্পে যে সাফল্য পেল ইরান

ইরানের বিমান শিল্প সম্প্রতি একটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দেশটির একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি জেট ইঞ্জিন টারবাইন ব্লেড তৈরিতে দক্ষতা অর্জন করে একটি বড় সাফল্য অর্জন করেছে।

ইরানের বিমান শিল্প সম্প্রতি একটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দেশটির একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি জেট ইঞ্জিন টারবাইন ব্লেড তৈরিতে দক্ষতা অর্জন করে একটি বড় সাফল্য অর্জন করেছে। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

জ্ঞান-ভিত্তিক ওই কোম্পানিটি ইরান পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টস ম্যানেজমেন্ট কোম্পানি (এমএপিএন এ) গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানির ‌‌প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানি রেজভানি তাসনিমকে দেওয়া এক সাক্ষাত্কারে গর্বের সাথে ঘোষণা করেন, ইরানের বিজ্ঞানীরা সফলভাবে উচ্চ প্রযুক্তির জেট ইঞ্জিন ব্লেড তৈরি করেছেন। বিমান ইঞ্জিনের টারবাইন সেকশন গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি আরো বলেন, সাম্প্রতিক প্রযুক্তিগত এই অগ্রগতি পরিত্যক্ত ২৮টি ম্যাকডোনেল ডগলাস যাত্রীবাহী বিমানের সংস্কারের পথ সহজ করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বিমানগুলি প্রয়োজনীয় সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব হয়ে ওঠেনি। তাই দীর্ঘদিন ধরে পরিষেবার বাইরে রয়েছে বিমানগুলি। কারণ নিষেধাজ্ঞার ফলে ইরানের এয়ারলাইন জেট ইঞ্জিন ব্লেড আমদানি করতে বাধার মুখে পড়ে। সূত্র-তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: