নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অধিকারের বিষয়ে ইরানের অবস্থান ইউরোপকে বলা হয়েছে
জেনেভায় ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মঙ্গলবারের আলোচনার কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: এই দফার আলোচনায় পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি' (এনপিটি) অনুসারে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অধিকারের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান তাদেরকে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে।

জেনেভায় ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মঙ্গলবারের আলোচনার কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: "এই দফার আলোচনায় 'পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি' (এনপিটি) অনুসারে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অধিকারের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান তাদেরকে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে।"
পার্সটুডে অনুসারে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানি রেডিও এবং টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের (ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি) উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার কথা উল্লেখ করে আরও বলেন: "এই আলোচনায়, সকল পক্ষের সদিচ্ছা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে একটি পদ্ধতি গ্রহণ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের ক্ষমতা এবং কর্তৃত্বের অপব্যবহার এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।"
বাকায়ি আরো বলেছেন, এই আলোচনায় জোর দিয়ে বলা হয়েছে যে পাঁচ জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা বা JCPOA-তে ইউরোপীয় পক্ষগুলোর এমন কোনও প্রক্রিয়া শুরু করার আইনি ও নৈতিক অধিকার নেই যা ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে এবং ক্ষমতার অপব্যবহারের পরিণতি ইরানের প্রতিপক্ষ এবং পরমাণু বিস্তার রোধ প্রক্রিয়ার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।
তিনি স্পষ্ট করে বলেন: সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী দিনগুলিতে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে এবং তারা এমন একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে যা কূটনীতি অব্যাহত রাখার পরিবেশ তৈরি করবে।
ইরান এবং তিনটি ইউরোপীয় দেশ (ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি) এর মধ্যে নতুন দফার আলোচনা মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) জেনেভায় অনুষ্ঠিত হয়। মাজিদ তখত-রাভানচি এবং কাজেম গরিবাদি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সিনিয়র কূটনীতিক যারা জেনেভা আলোচনায় ইরানি প্রতিনিধিদলের দায়িত্বে ছিলেন। আগের দফার এই আলোচনা ২৫ জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল। #
পার্সটুডে
.