• Aug 9 2023 - 14:16
  • 53
  • : Less than one minute

নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ইরান অনেক অগ্রসর হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় তার দেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় তার দেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, উৎপাদন এবং শিল্প খাতে বড় রকমের উন্নতি লাভ করেছে।

ইরান সফররত ভিয়েতনামের জাতীয় সংসদের স্পিকার ভোং দিন হিউয়ের সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, উৎপাদন ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার ক্ষেত্রে ইরান বিরাট সফলতা অর্জন করেছে।

বৈঠকে ভিয়েতনামের স্পিকার বলেন, কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের জনগণ তা ব্যর্থ করে দেয়ার জন্য যে ভূমিকা নিয়েছে এবং এক্ষেত্রে তাদের যে অর্জন তার জন্য বিরাট প্রশংসা পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, ইরান দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে।

এ সময় প্রেসিডেন্ট রায়িসি ইরান ও ভিয়েতনামের মধ্যকার ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দু দেশের মধ্যে দীর্ঘ এই সম্পর্কের পরও ব্যবসা-বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সেভাবে উন্নতি লাভ করেনি। তিনি আশা করেন, ভিয়েতনামের স্পিকারের এ সফর দু দেশের জন্য বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: