• Apr 20 2022 - 13:25
  • 84
  • : Less than one minute

নিন্দা জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে বললো ইরান

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ওই হামলায় জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি প্রদান করারও আহ্বান জানিয়েছে তেহরান।

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে একটি শিয়া অধ্যুষিত এলাকায় গতকা  ছেলেদের একটি স্কুলে অন্তত দু'টি শক্তিশালী বোমার বিস্ফোরণে ২৭ জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর তালেবান সাংবাদিকদেরকে এই হামলার খবর প্রচারে বাধা দিয়েছে। তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দেয় এবং কয়েকজনের ক্যামেরা ছিনিয়ে নেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ সম্পর্কে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, উগ্র ও পাষণ্ড তাকফিরি সন্ত্রাসীরা আবার অপরাধ করেছে। তারা আবার আফগানিস্তানের মাটিকে নিরপরাধ শিশুদের রক্তে রঞ্জিত করেছে। ইরানের এই মুখপাত্র আরো লিখেছেন, ইসলাম-বিদ্বেষী এই অপশক্তি পবিত্র মাহে রমজানের পবিত্রতার প্রতিও ভ্রুক্ষেপ করেনি।

তালেবান গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে সন্ত্রাসী হামলা বন্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পর আট মাস পরও দেশটিতে ভয়াবহ হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: