• Apr 10 2022 - 13:18
  • 83
  • : Less than one minute

নয়টি সাফল্য উন্মোচনের মাধ্যমে পরমাণু দিবস উদযাপন ইরানের

ইরান এবার নয়টি সাফল্য উন্মোচনের মধ্য দিয়ে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস পালন করছে।

ইরান এবার নয়টি সাফল্য উন্মোচনের মধ্য দিয়ে  জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস পালন করছে। শনিবার এসব সাফল্যের উন্মোচন করা হয়। ইরানে পারমাণবিক পুনর্জাগরণের সূচনা হিসেবে দিবসটি উদযাপন করা হয়।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান (এইওআই) মোহাম্মদ ইসলামি এবং অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।নতুন এসব কৃতিত্বের মধ্যে রয়েছে তিনটি রেডিওফার্মাসিউটিক্যালস, কোল্ড প্লাজমা প্রযুক্তি (সিপিটি) এবং ক্যান্সার রোগীদের জন্য প্লাজমা থেরাপির ক্ষেত্রে দুটি অর্জন এবং শিল্প, লেজার, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেডিওগ্রাফির ক্ষেত্রে আরও চারটি অর্জন।অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাইসিকে নতুন এসব অর্জন সম্পর্কে অবহিত করেন এসলামি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।এসলামি বলেন, গত ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) এইওআই মোট ৭৭টি নতুন সাফল্য অর্জন করেছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: