নতুন যে পরমাণু পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসা করছেন ইরানি গবেষকরা
ইরানে প্রথমবারের মতো বুশেহর পারমাণবিক কেন্দ্রে তৈরি পারমাণবিক পদ্ধতিতে ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়েছে।
ইরানে প্রথমবারের মতো বুশেহর পারমাণবিক কেন্দ্রে তৈরি পারমাণবিক পদ্ধতিতে ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়েছে। বুশেহর ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পারস্য উপসাগরীয় নিউক্লিয়ার মেডিসিন রিসার্চ সেন্টারের প্রধান মাজিদ আসাদি সাংবাদিকদের বলেছেন, দেশে প্রথমবারের মতো উন্নত ক্যান্সার প্রতিরোধী পদ্ধতিতে রোগীদের বুশেহর নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে আলফাজা রেডিওফার্মাসিউটিক্যাল ব্যবহার করে চিকিৎসা করা হয়েছে। এই পদ্ধতিটি নতুন এবং লক্ষ্যযুক্ত রেডিওনিউক্লাইড চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে অন্যতম।
আসাদি আরও বলেন, নিযুক্ত পদ্ধতিতে এই ক্ষেত্রে রোগীদের জন্য প্রয়োজনীয় সম্মিলিত চিকিৎসা এবং রোগ নির্ণয়ের (থেরানোস্টিক) ক্ষেত্রে সর্বশেষ ও সবচেয়ে উন্নত চিকিৎসা প্রযুক্তি প্রদান কর হয়।
থেরানোস্টিকস হচ্ছে রেডিওট্র্যাসার ব্যবহারের মাধ্যমে ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার একটি দ্বি-মুখী পদ্ধতি। সূত্র: মেহর নিউজ