নতুন পর্যায়ে ইরান-চীন যৌথ বৈজ্ঞানিক কর্মসূচি
ইরানি এবং চীনা গবেষকদের যৌথ বৈজ্ঞানিক কার্যক্রমের সহায়তায় চালু হওয়া একটি কর্মসূচির সপ্তম পর্ব শুরু হয়েছে।
ইরানি এবং চীনা গবেষকদের যৌথ বৈজ্ঞানিক কার্যক্রমের সহায়তায় চালু হওয়া একটি কর্মসূচির সপ্তম পর্ব শুরু হয়েছে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সের যৌথভাবে পরিচালিত সংস্থা সিল্ক রোড বৈজ্ঞানিক তহবিল (এসআরএসএফ) এই কর্মসূচি চালু করেছে।
এসআরএসএফ ইরানি ও চীনা গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের যৌথ প্রকল্পের জন্য আর্থিক সহায়তার আবেদন আহ্বান করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্সি অধিভুক্ত ইরান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (আইএনএসএফ) এবং চাইনিজ একাডেমি অব সায়েন্স (সিএএস) থেকে এই সহায়তা দেয়া হবে। প্রতিবেদনে বলা হয়, প্রোগ্রামটি যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের পৃষ্ঠপোষকতা করবে এবং দুই দেশের গবেষকদের মধ্যে যৌথ কর্মশালা পরিচালনা করবে। সূত্র: তেহরান টাইমস।
.