নতুন দুই ড্রোন উন্মোচন করলো ইরানের সেনাবাহিনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী নতুন দুটি ড্রোন উন্মোচন করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী নতুন দুটি ড্রোন উন্মোচন করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সেনাবাহিনীর মালিকানাধীন ইউএভি গোপন ঘাঁটি পরিদর্শনকালে ড্রোন দুটি উন্মোচন করেন।
মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি শনিবার সেনাবাহিনীর মালিকানাধীন ইউএভি গোপন ঘাঁটি পরিদর্শন করেন। তার এই সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ‘হাইদার-১’ ক্রুজ মিসাইল এবং ‘হাইদার-২’ ক্রুজ ইউএভি উন্মোচন করা হয়।ঘোষিত তথ্য অনুযায়ী, ‘হাইদার-১’ ক্রুজ মিসাইলের পাল্লা ২০০ কিলোমিটার এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার মুহূর্তে এর গতি থাকে ঘণ্টায় এক হাজার কিলোমিটার। এটি প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ড্রোন থেকে ছোড়া যায়। সূত্র: মেহর নিউজ।
.