• Jan 18 2024 - 09:10
  • 47
  • : 1 minute(s)

দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করুন: ভারতের প্রতি রায়িসির আহ্বান

রানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের চবাহার বন্দর উন্নয়নসহ ভারতের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তিগুলো অতি দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের চবাহার বন্দর উন্নয়নসহ ভারতের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তিগুলো অতি দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে।

ইরান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নয়াদিল্লির প্রতি এ আহ্বান জানান। একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়নে দেরি হলে সেজন্য দায়ী দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কৌশল নির্ধারণেরও আহ্বান জানান।

ইরানের পাশাপাশি আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার লক্ষ্যে ভারত কয়েক বছর আগে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দরের একাংশ উন্নয়নের দায়িত্ব নিয়েছিল।  কিন্তু মাঝপথে সে কাজ ফেলে রেখেছে নয়াদিল্লি। এ কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি তাকে মনে করিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট রায়িসি।

জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-নয়াদিল্লি গভীর সম্পর্কের কথা স্মরণ করে রাজনৈতিক, অর্থনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানী ও পরিবহণ খাতসহ সকল খাতে এ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান।

প্রেসিডেন্ট রায়িসি গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার হামলাকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ, ইহুদিবাদী সরকারকে শাস্তি প্রদান এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করতে পারলেই কেবল মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন করতে নয়াদিল্লির আগ্রহের কথা জানান। তিনি দাবি করেন, চবাহার বন্দর উন্নয়নে ভারত যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তাতে সে অটল রয়েছে। #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: