• Mar 3 2025 - 09:36
  • 11
  • : Less than one minute

দেশীয়ভাবে বিমান তৈরির পথে ইরান

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসেইন আফশিন বলেছেন, দেশটি দেশীয় বিমান তৈরির কাজ এগিয়ে চলেছে।

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসেইন আফশিন বলেছেন, দেশটি দেশীয় বিমান তৈরির কাজ এগিয়ে চলেছে। তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের যৌথ কর্মসূচি ঘোষণা করেছেন।

৮ আসন বিশিষ্ট বিমান তৈরির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহযোগিতায় দেশীয়ভাবে এই প্রকল্পটি শুরু করেছি।

আফশিন জোর দিয়ে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্সি দেশের অভিজাত এবং বিজ্ঞানীদের সকল প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: