দু’মাসে ইরানের সাড়ে আট বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্য রপ্তানি
চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে ইরান থেকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে।
চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে ইরান থেকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রেসিডেন্ট আলিরেজা মোগাদ্দাসি এই তথ্য জানান।
রোববার পশ্চিম আজারবাইজান প্রদেশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কাউন্সিল ডায়লোগের বৈঠকে আলিরেজা মোগাদ্দাসি এবিষয়ে কথা বলেন। তিনি জানান, ২১ মার্চ থেকে ২২ মে পর্যন্ত দেশটি থেকে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৭ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ।
.