দুবাই মেলায় ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর ঔজ্জ্বল্য, বোয়িং কোম্পানির বিশাল ক্ষতি
ইরানি জ্ঞান-ভিত্তিক এবং প্রযুক্তিগত সংস্থাগুলোর অংশগ্রহণে দুবাইতে ৫০তম 'আরব হেলথ' মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি জ্ঞান-ভিত্তিক এবং প্রযুক্তিগত সংস্থাগুলোর অংশগ্রহণে দুবাইতে ৫০তম 'আরব হেলথ' মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২৭ থেকে ৩০ জানুয়ারী ২০২৫ পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে ওই মেলা।
দুবাই মেলায় ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর জয়-জয়কার, বোয়িং কোম্পানির বিশাল ক্ষতি, ইরানের দক্ষিণ পার্সে ১১ হাজার রকমের শোধনাগার সরঞ্জামের স্থানীয়করণ, ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং চীনের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিসহ ইরান এবং বিশ্বের সর্বশেষ বৈজ্ঞানিক ও অর্থনৈতিক খবর আমাদের আজেকের পার্সটুডে নিউজ প্যাকেজের আলোচ্য বিষয়।
দুবাই মেলায় ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর ঔজ্জ্বল্য
দুবাইতে ৫০তম আরব স্বাস্থ্য মেলায় সাতটি ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানি তাদের সর্বশেষ অর্জন এবং প্রযুক্তি উপস্থাপনের মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে। সেইসঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং রপ্তানি বাজার সম্প্রসারণের জন্যও উপযুক্ত প্রেক্ষাপট তৈরি করেছে। ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলি যেসব পণ্য মেলায় প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেগুলোর মধ্যে রয়েছে উন্নত চিকিৎসা সরঞ্জাম, স্মার্ট থেরাপিউটিক ডিভাইস, রোগ নির্ণয় প্রযুক্তি, জৈবপ্রযুক্তি পণ্য এবং বিশেষায়িত স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সফ্টওয়্যার। আরব স্বাস্থ্য প্রদর্শনীতে ইরানি প্যাভিলিয়নটি ছিল দর্শনার্থীদের জন্য ব্যাপক আকর্ষণীয়। আশা করা হচ্ছে যে এই মেলায় ইরানি কোম্পানিগুলোর কার্যকর উপস্থিতি বাণইজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ তেল-বহির্ভূত রপ্তানি উন্নয়নে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
ইরানের দক্ষিণ পার্সে ১১ হাজার রকমের শোধনাগার সরঞ্জামের দেশীয়করণ
ইরানের সাউথ পার্স গ্যাস কমপ্লেক্সের বাণিজ্যিক পরিচালক সাঈদ হায়দারি বলেন: ১২০টি দেশীয় এবং জ্ঞান-ভিত্তিক ইরানি কোম্পানির সহযোগিতায়, ইরানের সাউথ পার্স শোধনাগারগুলোতে ১১ হাজার ৫৮৯টিরও বেশি ধরণের সরঞ্জাম ও মৌলিক পণ্য দেশীয়করণ করা হয়েছে। এই কমপ্লেক্সের পরিচালকরা নির্মাতাদের শক্তি-সামর্থ এবং সক্ষমতাকে কাজে লাগিয়ে জ্ঞান-ভিত্তিক কোম্পানি, দেশীয় ইরানি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিয়েছে। এখন এই বৃহৎ গ্যাস কমপ্লেক্সের শোধনাগারগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে। এর ফলে এই পণ্যগুলো সরবরাহের ওপর বিদেশী দেশগুলোর যে একচেটিয়া আধিপত্য ছিল সেটা ভেঙে গেছে।
ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা
ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা এবং আলোচনার জন্য তুরস্ক সফরের পর ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানা সাদেক বলেছেন: ইরান-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে আমরা যে বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছেছিলাম সেগুলো নিয়ে এই বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। সেইসাথে সমঝোতাগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সাদেক আরও বলেন: বৈঠকে ইরান ও তুর্কি নৌ-পরিবহন সহজতর করা, দুই দেশের নৌ-পরিবহনের জন্য অভিন্ন পরিস্থিতি তৈরি করা, রেল ও সড়ক উভয় ক্ষেত্রেই পরিবহনের পরিমাণ বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হয়। নতুন রেল ও সড়ক সীমান্ত সংযোগ তৈরির লক্ষ্যে তেহরান-ভ্যান ট্রেন পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তেহরান।
বোয়িং কোম্পানির ১১ শ কোটি ডলার ক্ষতি
বার্তা সংস্থা ইসনা বোয়িং কোম্পানির বরাত দিয়ে জানিয়েছে, ২০২৪ সালে তাদের কোম্পানি ১ হাজার ১৮০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। আমেরিকার এই বিমান প্রস্তুতকারক কোম্পানির ক্ষতির এই পরিমাণ ২০২০ সালের পর সবচেয়ে বড় ক্ষতি। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে বোয়িংয়ের জন্য একটি কঠিন সময় ছিল। কারণ স্টুয়ার্ডদের ধর্মঘটের ফলে বোয়িংয়ের সর্বাধিক বিক্রিত বিমানের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং বোয়িংয়ের অর্ডার নেওয়ার কাজও ব্যাহত হয়। বোয়িং আরও জানিয়েছে, ২০২৪ সালে তাদের কোম্পানির বার্ষিক আয় ছিল ৬৬ হাজার ৫০০ কোটি ডলার। এই আয়ের পরিমাণ বিগত বছরের তুলনায় শতকরা ১৪ ভাগ কম।
শক্তিশালী চীনা এআই এবং মার্কিন স্টকের বিশাল ক্ষতি
ব্লুমবার্গ জানিয়েছে, চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক (DeepSeek) নিয়ে মার্কিন অর্থ বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এই ডিপসিক এ.আই. মার্কিন প্রযুক্তিগত আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এরফলে এনভিডিয়াসহ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রধান প্রধান মার্কিন কোম্পানির শেয়ারের পতন ঘটছে। স্টকমার্কেটে মার্কিন শেয়ারের দাম কমেছে। Nasdaq এর দামও ৫ শতাংশেরও বেশি কমে গেছে। প্রিমার্কেট ট্রেডিংয়ে এনভিডিয়া কোম্পানির সূচকও শতকরা ১১ ভাগ কমেছে। পতনের এই ধারা অব্যাহত থাকলে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় দরপতন হওয়ার আশংকা রয়েছে।#
পার্সটুডে
.