• Oct 11 2022 - 12:02
  • 102
  • : Less than one minute

তেহরানে সাহিত্য সফর

সাহিত্যিক সফর আয়োজনের পরিকল্পনা করছে ইরানের রাজধানী তেহরানের পর্যটন কর্তৃপক্ষ।

সাহিত্যিক সফর আয়োজনের পরিকল্পনা করছে ইরানের রাজধানী তেহরানের পর্যটন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা ইরনা রোববার এই খবর জানিয়েছে।
 
তেহরান পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ মোয়ায়েদী বলেছেন, সাহিত্য সফরে অংশগ্রহণকারীরা এই সফরের মাধ্যমে শহরের আলোকিত সাহিত্যিক ব্যক্তিদের হাউজ জাদুঘর পরিদর্শন করে জ্ঞান অন্বেষণের সুযোগ পাবেন।এই সফরের মধ্যে রয়েছে কবি নিমা ইউশিজ, মেহেদি আখাওয়ান-সালেস, ফোরুগ ফাররুখজাদ এবং সাহিত্যিক দম্পতি জালালে আল-ই-আহমাদ এবং সিমিন দানেশভারের ঐতিহাসিক বাড়ি পরিদর্শন।কর্মকর্তা ব্যাখ্যা করে আরও বলেন, অংশগ্রহণকারীদের কাছে বিভিন্ন ব্যক্তিত্ব, তাদের কর্মজীবন এবং তাদের জীবনের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।শহরের কিছু ঐতিহাসিক প্রাসাদ বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আবাসস্থল এবং দেশের সাহিত্য ইতিহাসকে রূপ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: