তেহরানে ফের সৌদি দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
ইরানের রাজধানী তেহরানস্থ সৌদি দূতাবাস তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বলে একটি ইরানি ওয়াকিবহাল সূত্র খবর দিয়েছে।
ইরানের রাজধানী তেহরানস্থ সৌদি দূতাবাস তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বলে একটি ইরানি ওয়াকিবহাল সূত্র খবর দিয়েছে। ইরান গত জুন মাসে রিয়াদে নিজের দূতাবাস চালু করার প্রায় দু’মাস পর সৌদি আরবও একই পদক্ষেপ নিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানে সৌদি দূতাবাস গত ৬ আগস্ট রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে।” এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল-নিমরের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানে ব্যাপক সৌদি বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের একটি দল তেহরানস্থ সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিলে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এরপর দীর্ঘ বিরতির পর গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয় ইরান ও সৌদি আরব। বেইজিং-এ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর দু’দেশ এক যৌথ বিবৃতিতে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে ও একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
এরপর গত মে মাসে ইরানের সিনিয়র কূটনীতিক আলীরেজা এনায়েতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তেহরান গত জুন মাসে রিয়াদে নিজের দূতাবাস চালুর পাশাপাশি জেদ্দা শহরে একটি কনস্যুলেট চালু করেছে।#
পার্সটুডে
.