• May 24 2023 - 11:25
  • 65
  • : Less than one minute

তেহরানে চালু হচ্ছে উপজাতি হাউজ

দেশের উপজাতি এবং জাতিগত সম্প্রদায়গুলির জন্য ‘নিয়াভারান সাংস্কৃতিক-ঐতিহাসিক কমপ্লেক্স’ নামে একটি এথনিক হাউজ চালু করছে ইরান।

দেশের উপজাতি এবং জাতিগত সম্প্রদায়গুলির জন্য ‘নিয়াভারান সাংস্কৃতিক-ঐতিহাসিক কমপ্লেক্স’ নামে একটি এথনিক হাউজ চালু করছে ইরান। দেশটির সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রী মোহাম্মদ-মেহেদি ইসমাইলি সোমবার এই তথ্য জানিয়েছেন।

ইসমাইলি বলেন, বিভিন্ন ইরানি জাতিগোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়াভারান সাংস্কৃতিক কেন্দ্র (এথনিক হাউজ) স্থাপন করা হবে।

সংলাপ ও উন্নয়নের জন্য বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত একটি উপজাতীয় প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

ইরানকে সাংস্কৃতিক বৈচিত্র্যের রংধনু হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, “সিস্তান-বেলুচিস্তান থেকে তুর্কমেন সাহারা পর্যন্ত এবং আজারবাইজান অঞ্চল থেকে খুজেস্তান ও কুর্দিস্তান পর্যন্ত জাতিগত সম্প্রদায়গুলি সবাই তাদের নিজস্ব আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যকে ইরান নামে এক ছাতা এবং একক পতাকার নিচে মেনে চলে।’’ সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: