• Jun 13 2022 - 13:56
  • 81
  • : Less than one minute

তেহরানে আন্তর্জাতিক মাইক্রোবায়োলজি কংগ্রেস

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে মাইক্রোবায়োলজির ২৩তম আন্তর্জাতিক কংগ্রেস।

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে মাইক্রোবায়োলজির ২৩তম আন্তর্জাতিক কংগ্রেস। ৩০ আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।গত দুই বছর ধরে কোভিড-১৯ মহামারির কারণে অনুষ্ঠানটি ভারচুয়ালি অনুষ্ঠিত হয়। তবে এবারের পর্বটি সশরীরে অনুষ্ঠিত হবে।কানাডা, ইতালি, গ্রীস, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ওমানের অধ্যাপকরা অনুষ্ঠানে যোগ দেবেন।কংগ্রেসের মূল উদ্দেশ্য হল- মেডিকেল মাইক্রোবায়োলজিতে ইরানি ও বিদেশী বিশেষজ্ঞদের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি বৈজ্ঞানিক এবং উপযুক্ত জায়গা তৈরি করা। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: