তেহরান জাদুঘরে পবিত্র কোরআনের বিরল পাণ্ডুলিপি উন্মোচন
তেহরানের রেজা আব্বাসি জাদুঘরে দর্শনার্থীদের দেখানোর জন্য পবিত্র কোরআনের দু’টি বিরল কপি রাখা হয়েছে।
তেহরানের রেজা আব্বাসি জাদুঘরে দর্শনার্থীদের দেখানোর জন্য পবিত্র কোরআনের দু’টি বিরল কপি রাখা হয়েছে। শুক্রবার জাদুঘরের পরিচালক নাহিদ নাজাফি খালাজ জানান, ১৬ এবং ১৭ শতকের এই পাণ্ডুলিপিগুলি প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্দীপ্ত পাণ্ডুলিপি দুটি নাসখ এবং সলুস ভাষায় লেখা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাদুঘরে এই সূক্ষ্ম কোরআন প্রদর্শন অব্যাহত থাকবে। পবিত্র কোরআনের প্রাচীনতম পাণ্ডুলিপিগুলো ৭ম শতাব্দীর মাঝামাঝি থেকে শেষের দিকে (১ম হিজরি শতাব্দীর) তৈরি করা হয়। যদিও এর তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। ওই সময় থেকে প্রাচীন কপিগুলো অক্ষত রয়ে গেছে। সাফাভি যুগের অন্যতম সেরা শিল্পীর নামানুসারে প্রতিষ্ঠিত রেজা আব্বাসি মিউজিয়ামে বেশ কয়েকটি স্থায়ী প্রদর্শনী হল রয়েছে। প্রতিটি হল ইরানি শিল্প ও ইতিহাসে সুসজ্জিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।
.