• Mar 20 2025 - 09:31
  • 9
  • : Less than one minute

তেহরান কার্পেট মার্কেট: ইরানের প্রাচীনতম গালিচা বাজারগুলোর একটি

ইরানি কার্পেট বা গালিচার ইতিহাস বেশ প্রাচীন। আগে ছিল হাতে বোনা কার্পেট।

ইরানি কার্পেট বা গালিচার ইতিহাস বেশ প্রাচীন। আগে ছিল হাতে বোনা কার্পেট। এখন হাতে বোনার কার্পেটের পাশাপাশি মেশিনে তৈরি কার্পেটও ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে।

ইরানি কার্পেট কেবল একটি পণ্যই নয় এটি একটি শিল্প, সৃজনশীল শিল্প। ইরানি জাতীয় সংস্কৃতির সমষ্টিগত একটি অভিব্যক্তি ও প্রতীক এই কার্পেট। ইতিহাসের দীর্ঘ কাল পরিক্রমায় এই শিল্পটি ইরানের ঐতিহ্যকে বিশ্বব্যাপী সমুন্নত রেখেছে।

ইতিহাসের কাল পরিক্রমায় সৌন্দর্য এবং শৈল্পিক বুনন রীতি ও কৌশলের দিক থেকে এই শিল্পটি ইরানে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতি লাভ করতে করতে এখন চরম শিখরে উপনীত হয়েছে।

‘তেহরান কার্পেট মার্কেট’ ইরানের রাজধানীর সবচেয়ে বড় এবং প্রাচীনতম কার্পেট মার্কেটগুলোর একটি।

কার্পেটের বৈচিত্র্যের জন্য বিখ্যাত এই পুরাতন বাজারটি দীর্ঘদিন ধরে কার্পেটের অনেক ক্রেতা-বিক্রেতার দৃষ্টি আকর্ষণ করে আসছে।কার্পেট মার্কেটি অর্থনীতির পাশাপাশি ইতিহাস ও স্থাপত্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: