• Apr 18 2023 - 06:04
  • 63
  • : Less than one minute

তেল সহযোগিতা বাড়াতে ইরান ও ভেনিজুয়েলার সমঝোতা স্মারক সই

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে তেল খাতে সহযোগিতা বাড়ানোর জন্য দুপক্ষ একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে তেল খাতে সহযোগিতা বাড়ানোর জন্য দুপক্ষ একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের নিউজ সার্ভিস শানা এই তথ্য জানিয়েছে।

ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি এবং ভেনিজুয়েলার তেলমন্ত্রী পেড্রো টেলেশিয়া রাজধানী কারাকাসে এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডিলসি রদ্রিগেজ।
ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে কয়েকটি যৌথ জালানি প্রকল্প গ্রহণ ও উদ্বোধনের জন্য চলতি সপ্তাহের শুরুর দিক থেকে ইরানের তেলমন্ত্রী ভেনিজুয়েলা সফর করেছেন। শানা জানিয়েছে, যে সমঝোতা স্মারক সই হয়েছে তার আওতায় তেল এবং গ্যাসক্ষেত্রের উন্নয়ন, তেল শোধনাগারগুলোর সংস্কার এবং কয়েকটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণ ও তেল কূপ খনন করা হবে।
শানা বলেছে, সমঝোতা স্মারকের আওতায় যে সমস্ত প্রকল্প হাতে নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। ভেনিজুয়েলার তেল খাতের উন্নয়ন এবং সংস্কারে যে সমস্ত প্রযুক্তিগত ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রয়োজন হবে সেগুলো দিয়েও সহযোগিতা করতে ইরান সম্মত হয়েছে।#
পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: