• May 8 2023 - 08:16
  • 51
  • : Less than one minute

তেল বহির্ভুত খাতে ইরানের ৫০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয়

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইরান অর্থনৈতিক কূটনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়।

তিনি রোববার রাজধানী তেহরানে ইরান এক্সপো ২০২৩’র উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, ইরানকে সবাই তেল ও গ্যাসসমৃদ্ধ একটি দেশ হিসেবে চেনে। এই দু’টি সম্পদের ওপর বেশি গুরুত্ব দেয়ার কারণে ইরানের অন্যান্য দক্ষতা ও সামর্থ্য উপেক্ষা করা হয়। প্রেসিডেন্ট রায়িসি বলেন, এখন অন্যান্য খাতেও ইরানের রপ্তানি সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে তার প্রশাসন।

প্রেসিডেন্ট রায়িসি জানান, তিনি ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইরান ৫০ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস বহির্ভুত পণ্য রপ্তানি করেছে যা বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় তার সরকার উৎপাদন খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: