• Sep 19 2023 - 10:15
  • 65
  • : Less than one minute

তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান

ইরানের আগস্ট মাসে তেল উৎপাদনের পরিমাণ বেড়ে দিনে তিন মিলিয়ন ব্যারেল (বিপিডি) পর্যন্ত পৌঁছেছে।

ইরানের আগস্ট মাসে তেল উৎপাদনের পরিমাণ বেড়ে দিনে তিন মিলিয়ন ব্যারেল (বিপিডি) পর্যন্ত পৌঁছেছে। ওপেকের শীর্ষ উৎপাদক দেশগুলোর মধ্যে দেশটি এখন তৃতীয় স্থানে রয়েছে। ওপেক সংস্থার সর্বশেষ মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ওপেকের তথ্যে দেখা গেছে, জুলাই মাসে উল্লিখিত উৎপাদন পরিসংখ্যানের তুলনায় ইরানের তেলের উৎপাদন আগস্টে পাঁচ শতাংশ বেড়েছে। শানা এই খবর দিয়েছে।

পরিসংখ্যান মতে, ইরান সৌদি আরব এবং ইরাকের পরে আগস্টে ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে তার অবস্থান পুনরুদ্ধার করেছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: