তুরস্কে ইরানের রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ
চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) প্রতিবেশী তুরস্কে ইরানের ১ দশমিক ২৩১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) প্রতিবেশী তুরস্কে ইরানের ১ দশমিক ২৩১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি।
তুরস্কের পরিসংখ্যান দপ্তর প্রকাশিত পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম চার মাসে তুরস্কের সাথে ইরানের বাণিজ্য বিনিময় ৩৮ শতাংশ বেড়েছে। ইরান ও তুরস্ক দুই দেশ ওই সময়কালে ২ দশমিক ১৭৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিনিময় করেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ইরান এবং তুরস্ক গত বছরের একই সময়ে ১ দশমিক ৫৭৪ বিলিয়ন মূল্যের পণ্য বিনিময় করেছে। সূত্র: মেহর নিউজ।
.