• Apr 26 2023 - 06:09
  • 72
  • : Less than one minute

তুরস্কে ইরানের পণ্য রপ্তানি বেড়েছে শতকরা ২৩ ভাগ

ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে তুরস্কে পণ্য রপ্তানির পরিমাণ গত এক বছরে শতকরা ২৩ ভাগ বেড়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে তুরস্কে পণ্য রপ্তানির পরিমাণ গত এক বছরে শতকরা ২৩ ভাগ বেড়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিও’র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।

টিপিও’র পশ্চিম এশিয়া বিষয়ক কার্যালয়ের প্রধান ফারযাদ পিলতান গতকাল (সোমবার) জানান, গত অর্থ বছরে ইরান থেকে তুরস্কে ৭৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানির পরিমাণ আগের বছরের চেয়ে শতকরা ২৩ ভাগ বেশি।

পিলতান জানান, পণ্য রপ্তানি বেড়ে যাওয়ার ফলে তুরস্ক এখন ইরানের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরে ইরান থেকে তুরস্কে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে প্রাকৃতিক গ্যাস, অ্যালুমিনিয়াম, ইউরিয়া, পলিথিলেন ও তামাজাত পণ্য।

পিলতান জানান, এসব পণ্য রপ্তানির বিপরীতে তুরস্ক থেকে ইরান গত বছর ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার আগের বছরের চেয়ে এই পণ্য আমদানির পরিমাণ শতকরা ১৫ ভাগ বেশি। তুরস্ক থেকে ইরান যেসব পণ্য আমদানি করেছে তার মধ্যে রয়েছে ভোজ্য তেল, ট্রাক্টর, পশুখাদ্য, কলা এবং ট্রান্সফরমার।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: