• Oct 12 2022 - 12:46
  • 101
  • : Less than one minute

তায়কোয়ান্দো বৈরুত ওপেনে চ্যাম্পিয়ন ইরান

ইরানের জাতীয় তায়কোয়ান্দো দল ২০টি রঙিন পদক নিয়ে লেবাননের আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

ইরানের জাতীয় তায়কোয়ান্দো দল ২০টি রঙিন পদক নিয়ে লেবাননের আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতার শিরোপা জিতেছে।
 
টুর্নামেন্টটি শনিবার ১৬১জন তায়কোয়ান্দোর অংশগ্রহণে পুরুষ-নারী দুটি বিভাগে বিভিন্ন ওজন-শ্রেণিতে অনুষ্ঠিত হয়। ইরানের ক্রীড়াবিদরা এতে ১২টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জপদক জিতে শিরোপা ঘরে তুলেছেন।
 
নারী বিভাগে সাইদেহ নাসিরি, মোবিনা নেমাতজাদেহ, জাহরা শেদাই, নার্গেস নুরুল্লাহি, জেইনাব ইসমাইলি ইরান জাতীয় দলের হয়ে স্বর্ণপদক জিতেছেন। গজল সোলতানি এবং ফাতেমেহ শাফিপুর এই টুর্নামেন্টে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছেন।
পুরুষ বিভাগে মেহেদি হাজমুসাই, আরমিন হাদিপুর, রেজা কালহোর, আমির মোহাম্মদ বখশি, মিরহাশেম হোসেইনি, মেহরান বারখোরদারি, সাজাদ মারদানি স্বর্ণপদক জিতেছেন। আবুলফজল জান্দি, ফারজান আশুরজাদেহ, মোহাম্মদ হোসেন ইয়াজদানি, মেহেদী জিতেছেনে রৌপ্যপদক।এই টুর্নামেন্টে ব্রোঞ্জপদক পেয়েছেন আবুলফজল আব্বাসি। প্রতিযোগিতাটি ৭ থেকে ৯ অক্টোবর লেবাননের বৈরুতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: