ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্যতম।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্যতম।
সেদাভ সিমা সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,জেনারেল হোসেইন সালামি বলেছেন যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্বে অনন্য এবং বিশ্বের পাঁচটি দেশের মধ্যে রয়েছে। ইরান এখন টারবাইন কম্প্রেসার তৈরি করে বলেও জানান তিনি। সালামি আরও বলেন, আইআরজিসি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছে।
ইমাম হুসাইন (আ.) বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে মেজর জেনারেল সালামি আরও বলেন, বিপ্লবী গার্ডের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অর্জন অসাধারণ,কিন্তু যেহেতু এই অর্জনগুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ, তাই আমাদের সেগুলো প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে।"
আমরা চাপের মধ্যেই প্রয়োজনীয় জিনিস গড়ে তুলি
আমরা চাপের মধ্যেই প্রয়োজনীয় জিনিস তৈরি করছি তা জানিয়ে সালামি জোর দিয়ে বলেন, "সামরিক বিষয় দেশ দুই ধরণের হয়; কিছু কিছু জায়গায় মতবাদ প্রযুক্তির তুলনায় পিছিয়ে থাকে এবং প্রয়োজনের দিকে নজর দেয়।কিন্তু উন্নত দেশগুলোতে প্রযুক্তি মতবাদের চেয়ে এগিয়ে থাকে এবং আমাদের এমন এক পর্যায়ে পৌঁছাতে হবে যেখানে আমাদের প্রযুক্তিবিদরা আমাদের মতবাদের চেয়ে এগিয়ে থাকবেন। মেজর জেনারেল সালামি আরও বলেন: "নির্মাণ সদর দপ্তর অনেক আশ্বর্যজনক কাজ করছে যেমন ড্রিলিং রিগ, বিদ্যুৎ কেন্দ্র এবং শোধনাগার তৈরি করা যা কেবল বিদেশীরা তৈরি করতে পারে।"
.