• Nov 27 2023 - 11:39
  • 70
  • : Less than one minute

ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ২টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ২টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি বলেছেন, আইআরজিসি'র নৌবাহিনী তাদের সর্বশেষ যে সাফল্যগুলোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে দুটি নয়া ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ওই ক্ষেপণাস্ত্র দুটির রেঞ্জ ৪ থেকে ১৭ কিলোমিটার। 

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরও বলেছেন: আইআরজিসি'র নৌ-বাহিনীর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বিশ্বে নজিরবিহীন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

তিনি বলেন: আইআরজিসি এখন নৌ-যান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শহীদ সোলায়মানি, শহীদ সাইয়্যদ শিরাজি এবং শহীদ হাসান বাকেরি নৌ-যানগুলো ওই সাফল্যের উদাহরণ।

এডমিরাল তাংসিরি এ নৌ-যানগুলোকে বৈশিষ্ট্য ও গতির দিক থেকে নজিরবিহীন এবং অনন্য বলে উল্লেখ করেছেন। এই নৌ-যানগুলো ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছেন। বিশেষ করে এগুলোর গতি আমেরিকার জাহাজের গতির তিনগুণ বেশি বলে মন্তব্য করেন অ্যাডমিরাল তাংসিরি।

ইরানের প্রতিরক্ষা নীতি আক্রমণাত্মক নয় প্রতিরোধমূলক। প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক ও অস্ত্র সক্ষমতাসহ শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য বলে মনে করে ইরান।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: