টেকনোফেস্টে সোনা জিতলেন ইরানি নারী
ইরানি নারী গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদাবেহ দাভারান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেনটরস অ্যাসোসিয়েশন (আইএফআইএ) আয়োজিত টেকনোফেস্ট ২০২৩ উৎসবে স্বর্ণপদক জিতেছেন।
ইরানি নারী গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদাবেহ দাভারান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেনটরস অ্যাসোসিয়েশন (আইএফআইএ) আয়োজিত টেকনোফেস্ট ২০২৩ উৎসবে স্বর্ণপদক জিতেছেন।
ইস্তাম্বুলে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আন্তর্জাতিক এই প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়।দাভারানের গবেষণার বিষয় ছিল ‘অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রামক ক্ষতগুলির চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উদ্ভিদের নির্যাস ধারণকারী ন্যানোফাইবার।’
আন্তর্জাতিক সংস্থা আইএফআইএ সারা বিশ্বের উদ্ভাবক এবং উদ্ভাবক সমিতিগুলির প্রতিনিধিদের নিয়ে গড়ে তোলা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।
.