• Dec 1 2022 - 12:23
  • 92
  • : Less than one minute

জ্বালানি বাবদ সব পাওনা ইরানকে পরিশোধ করেছে ইরাক

জ্বালানি বাবদ সব পাওনা ইরানকে পরিশোধ করেছে ইরাক। ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের বলেছেন, ইরান গত বছর ইরাকের কাছ থেকে একশ' কোটি ইউরো গ্রহণ করেছে এবং চলতি বছর পেয়েছে ১৬০ কোটি ইউরো।

ইরাক প্রায় সব বকেয়াই পরিশোধ করেছে বলে জানান এই মন্ত্রী। ইরাকে গ্যাস রপ্তানির পরিমাণ বৃদ্ধি প্রসঙ্গে তেলমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর ইরাকে দেড়শ' কোটি ঘনমিটার গ্যাস বেশি রপ্তানি হয়েছে।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সরকার জ্বালানি খাতে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করছে বলে জানান জাওয়াদ ওউজি।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে শক্তিশালী কূটনীতির ফলে নানা সাফল্য এসেছে। তেল মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশ বিশেষকরে ল্যাটিন আমেরিকার অনেক দেশের সঙ্গে তেল বিক্রির চুক্তির পাশাপাশি তেল শোধনাগার নির্মাণেরও চুক্তি করেছে।

ইরাক হচ্ছে ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক রয়েছে।

ইরাকে গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি করে থাকে ইরান।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: